মাইলস ভেঙে যাচ্ছে। দর্শকরা আর এক সঙ্গে দেখবে না শাফিন, হামিনসহ পুরো মাইলসের লাইনআপকে। তাই কী হয়! শ্রোতাদের মনটা ভেঙেই গিয়েছিল। নব্বইয়ের দশকের মাইলসের গাওয়া গানগুলো যে তরুণদের কাছে এখনো প্রিয়। নাহ্। শ্রোতাদের হতাশ করেনি মাইলস।
তারা আবার এক হয়েছেন। আর এক হওয়ার পর ঈদেই নাগরিক টিভিতে সরাসরি গানের অনুষ্ঠান ‘গানের মেলা’য় আসছেন। ঈদের ষষ্ঠদিন রাত ১১টা থেকে ২টা পর্যন্ত মাইলস সরাসরি তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে। দর্শকরা ফোনে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এবং তাদের অনুরোধে পছন্দের গান শোনার সুযোগ পাবেন।