এবার ঈদেও

বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার রয়েছে দারুণ ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সালের কোরবানীর ঈদে তার গাওয়া গান নিয়ে এটিএন বাংলায় প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের সংগীতানুষ্ঠান। এরপর থেকে প্রতি ঈদেই তার গাওয়া গান নিয়ে প্রচার হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান। এবার ঈদেও প্রচার হবে তার গাওয়া গানের অনুষ্ঠান ‘বলোনা তুমি কার’।গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস। অনুষ্ঠানের গানগুলো হলো একটা মন দাও, কত সুন্দর তুমি, স্মৃতি নিয়ে বেঁচে আছি, শুধু তোমাকেই, আমার চেয়ে অনেক বেশি, আজ কেন মনে হয়, আমাকে আর ভালবাসনা, এক থাকার যন্ত্রণা, মনের দুয়ার এবং তোমার এক ফোঁটা চোখের পানি। স্টুডিওসহ দেশে এবং দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে এ গানগুলো। ‘বলোনা তুমি কার’ অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ঈদের তৃতীয়দিন রাত ১০ টা ৩০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *