সরল দোলকের মতো দুলছে তেরেসা মের ভাগ্য

সরল দোলকের মতো দুলছে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র ভাগ্য। তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন নিজ দল কনজার্ভেটিভ পার্টির এমপিরা। আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ করেছেন তাদের কমপক্ষে ৪৮ জন। ফলে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১২টা) থেকে রাত ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত সময়ের মধ্যে বৃটিশ পার্লামেন্টে হতে যাচ্ছে অনাস্থা ভোট। এর পর পরই ভোট গণনা করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব এর ফল ঘোষণা করা হবে। ব্যাকবেঞ্চার বলে পরিচিত ‘১৯২২ কমিটি’র চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডির কাছে কনজার্ভেটিভ দলের ৪৮ জন এমপি প্রধানমন্ত্রীর ওপর অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছেন। ফলে তিনি অনাস্থা ভোট ডাকতে বাধ্য হয়েছেন।জুলাই মাসে পদত্যাগ করেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও সাবেক ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। এরপরই বেশ কয়েকজন এমপি প্রকাশ্যে তেরেসা মের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন ১৯২২ কমিটির কাছে। অনেকে গোপনে চিঠি জমা দিয়েছেন। ফলে বুধবার রাতে যে অনাস্থা ভোট হচ্ছে তাতে তেরেসা মে’কে টিকে থাকতে হলে ১৫৮টি ভোট পেতে হবে, যা তার কনজার্ভেটিভ দলের অর্ধেকে ও তার চেয়ে একটি ভোট বেশি। যদি এ যাত্রায় তেরেসা মে টিকে যান তাহলে তিনি ব্রেক্সিট সম্পাদনে সময় পাবেন। যদি তিনি হেরে যান তাহলে তার সঙ্গে আলোচনা করে নেতৃত্ব বাছাইয়ের প্রথম দফা ভোটের তারিখ ঠিক করবেন স্যার গ্রাহাম ব্রাডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *