বিজয়ী হলেন বদির স্ত্রী শাহীন আক্তার

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ৬ years ago

কক্সবাজার জেলার চারটি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন কন্ট্রোল রুম থেকে রাত ১১টার দিকে জেলার চার আসনে বেসরকারিভাবে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা করেন। বিজয়ীদের মধ্যে রয়েছে দশম জাতীয় সংসদের আওয়ামী লীগ সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার।প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাহীন আক্তার।প্রাপ্ত ফলাফল অনুসারে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ১০০ কেন্দ্রের সব ক’টির ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের শাহীন আক্তার। তিনি পেয়েছেন এক লাখ, ৯৬ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বঅ বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ১৮ ভোট।কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের ১৩৯ টি কেন্দ্রের মধ্যে সব ক’টির ফলাফলে দুই লাখ ৭৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাফর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৬০১ ভোট।কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ১০৫টি কেন্দ্রের মধ্যে সব ক’টির ফলাফলে ২ লাখ ১৩ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হামিদুর রহমান আযাদ আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৫৮৭ ভোট। বিএনপির ধানের শীষের প্রার্থী আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন ১১ হাজার ৭৮৯ ভোট।কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের ১৬৯ টি কেন্দ্রের সব ক’টির ফলাফলে বেসরকারীভাবে দুই লাখ ৫৩ হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ৮৬ হাজার ৭১৮ ভোট।