পাসওয়ার্ড’ নিয়ে চ্যালেঞ্জ দিলেন নির্মাতা

আসছে ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি। ছবিটি নির্মান করেছেন মাস্টার মেকার মালেক আফসারী। চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা। আর তাইতো তিনি চেলেঞ্জ ছুড়ে দিয়েছেন।

মালেক আফসারি তার ফেসবুকে লিখেন, ‘কারো কারো জ্বলার অনেক কারণ আছে। মায়ের কসম লাগে। ঈদের পর যা বলার তাই বইলো। গালি দিও। এখন আমাকে চাপাবাজী করতে দাও। পাসওয়ার্ড আমার সন্তান। মা যদি সন্তানের জন্য চিৎকার না করে কে করবে? দোয়া না করেন অভিশাপ দিয়েন না। আমি আবার বলছি ভারতের একটি ছবির সাথে পাসওয়ার্ড এর মিল খুঁজে দিতে পারলে আমি সিনেমা ছেড়ে দিবো। পাসওয়ার্ড বাংলাদেশের ছবি। আমার ছবি দেখতেই হবে।’

পাসওয়ার্ড নিয়ে মালেক আফসারী বলেন, ‘সিনেমার পর্দায় বাংলাদেশে আমার কোনো আমার কোনো অপজিশন নাই। শাকিব খান আমি আর একটি নতুন গল্প ‘পাসওয়ার্ড’ ঈদে আসছে। আর কি চাই ? সারা ভারতের সব ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আমার পাসওয়ার্ড এর মতো একটি ছবি কেউ বের করে দিতে পারলে আমি সিনেমা ছেড়ে দিবো। কসম সিনেমার। ১০ রোজার আগে শাকিব খান এর নিজস্ব চ্যানেল থেকে প্রচার শুরু হবে।’

‘পাসওয়ার্ড’ ছবিটি প্রযোজনা করছেন এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস)। ছবিটি শাকিব খানের দ্বিতীয় প্রযোজিত চলচ্চিত্র। এরআগে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটি প্রযোজিত হয়েছিলো এসকে ফিল্মস থেকে। ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন এমডি ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *