মাশরাফি সঙ্গে ডাক্তারের ফোনে আলাপ ভাইরাল করায় একমত -স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেছেন, ‘মাশরাফি যে ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলেছেন,একমত সেটার ভিডিও ভাইরাল করা উচিত হয়নি। আমি এর সঙ্গে একমত না। একজন চিকিৎসককে যদি পাওয়া না যায়, সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঠিক নয়। তবে ভিডিও ভাইরাল মাশরাফি ইচ্ছা করে করেননি।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি কয়েকজন চিকিৎসককে কারণ দর্শানো নোটিশ সম্পর্কে মুরাদ হাসান বলেন, মাশরাফিকে নিয়ে আপনারা ফেসবুকে লিখেছেন। হয়তো ৫০ জন লিখেছেন। তাঁরাও আমাদের ভাই, আমাদের নেতার ছেলে, আমাদের নেতা। কিন্তু কিছু লেখা আমাদের অত্যন্ত কষ্ট দিয়েছে। প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, তারা কারা, এভাবে অশ্লীল ভাষায় একজন সাংসদকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন? তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রতিমন্ত্রী বলেন, তাঁদের শোকজ করা হয়েছে। এটা এমন কিছু নয়, এ জন্য যে নাওয়া–খাওয়া, ঘুম হারাম হয়ে যাওয়ার মতো। এই কয়েকজনের জন্য আপনারা একই দোষে দোষী হতে চান? সবাই কি একই মানসিকতার? নোংরা ভাষায় যে স্ট্যাটাসগুলো দেওয়া হলো, সেটা কী সঠিক হয়েছে?

মানুষের সেবায় চিকিৎসকদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘চিকিৎসকেরা শ্রেষ্ঠ, তাঁরা মেধাবী। মানুষের কাছে তাঁদের স্থান ঈশ্বরের পর। অন্য সব পেশার লোকের মতো প্রতিবাদ আমরা করতে পারব না, বিপ্লব করতে পারব না। আমাদের ওপর মানুষের জীবন নির্ভর করে। অসহায় পীড়িত মানুষ আমাদের দিকে চেয়ে থাকেন, তাই আমাদের আরও ধৈর্য ধরতে হবে। সহ্য ক্ষমতা বাড়াতে হবে। আরও মানবপ্রেমী হতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *