প্রথম দিনেই ছবি বেচে আয় ৪১ কোটি টাকা

অভিনয় ছাড়াও জনি ডেপের গুণের শেষ নেই। এমনকি মানহানির মামলা চলার সময় আদালতে সাবেক স্ত্রী আম্বার হার্ডও স্বীকার করেছিলেন, স্বামী হিসেবে ব্যর্থ হলেও জনি ডেপ আদতে জাত শিল্পী। শিল্পের অনেক শাখায় তাঁর দখল আছে। পর্দার ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ এবার আঁকিয়েদের খাতায় নাম লিখিয়েছেন।

শখের বসে আঁকলেও এবার প্রথমবার নিজের আঁকা চিত্রকর্ম বিক্রি করলেন ৫৯ বছর বয়সী অভিনেতা। বৃহস্পতিবার পেশাদার চিত্রশিল্পী জনি ডেপের অভিষেক হয়। প্রথম দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চিত্রকর্ম বিক্রি করে ৩৬ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৪১ কোটি ৫৫ লাখেরও বেশি) আয় করেছেন।

 

বৃহস্পতিবার জনি ডেপ ছবি বিক্রির ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। নিজের আঁকা চিত্রকর্মের সামনে বসা একটা ছবি দিলেন, সেটা দেখেই চারদিকে হৈচৈ পড়ে যায়। বিস্তারিত তেমন কিছুই লেখেননি সেই পোস্টে, শুধু লিখেছিলেন, “এখন শুধুই #ক্যাসলফাইনআর্টে। ” ব্যস, ভক্তরা হুমড়ি খেয়ে পড়ল গ্যালারির ওয়েবসাইটে। পোস্টটি শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যে লন্ডনের ক্যাসল ফাইন আর্টের ৩৭টি গ্যালারির মাধ্যমে এই অভিনেতার আঁকা ৭৮০টি শিল্পকর্ম বিক্রি হয়ে যায়। জনি ডেপের এসব চিত্রকর্মের শিরোনাম ‘দ্য ফ্রেন্ডস অ্যান্ড হিরোজ’। যেসব মানুষ তাঁকে বিভিন্ন সময়ে অনুপ্রাণিত করেছেন তাঁদের তিনি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন রং-তুলির আঁচড়ে। তাঁদের মধ্যে রোলিং স্টোনসের কেইথ রিচার্ডস, বব ডিলান ও হলিউড অভিনেতা আল পাচিনো, এলিজাবেথ টেলরের ছবিও আছে।

বিক্রি হওয়া ৭৮০টি চিত্রকর্মের মধ্যে ফ্রেমে বাঁধাই করা একেকটি চিত্রকর্মের দাম তিন হাজার ৯৫০ পাউন্ড (প্রায় চার লাখ ৫৬ হাজার টাকা)। ১৪ হাজার ৯৫০ পাউন্ড (১৭ লাখ ২৫ হাজার টাকা) মূল্যের চারটির পূর্ণাঙ্গ পোর্টফোলিও বিক্রি হয়েছে। নিজের আঁকাআঁকি নিয়ে ‘পাবলিক এনিমিজ’ অভিনেতা ডেপ বলেন, ‘নিজের অনুভূতি প্রকাশের জন্য আমি এই শিল্পমাধ্যমকে বেছে নিয়েছি। আমার জীবনটাজুড়েই আছে চিত্রকর্মগুলো। এত দিন ছবিগুলো নিজের কাছেই রেখেছিলাম। এবার মনে হলো ছবিগুলো শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা অনুচিত। তাঁদের আমি ক্যানভাসে এনেছি যাঁরা আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন—আমার বন্ধু-বান্ধব, পরিবার এবং যাঁদের আমি পছন্দ করি। ’

ক্যাসল ফাইন আর্টসের দৃষ্টিতে ডেপের চিত্রকর্মগুলো পপ আর্ট ও স্ট্রিট আর্টের সংমিশ্রণ। অভিনেতার আঁকা চিত্রকর্ম প্রদর্শনী ও বিক্রির জন্য বেশ কিছুদিন ধরেই গ্যালারি কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছিল। তারা আশা করছে, সামনে ডেপের আরো কিছু চিত্রকর্ম গ্যালারিতে আনতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *