নিউমার্কেটে আগুন: আশপাশের মার্কেট বন্ধ

আর মাত্র এক সপ্তাহ পরই পালিত হবে মুসলমান ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বেচা-বিক্রি যখনই জমে উঠেছে ঠিক সেই সময়ই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটলো নিউ সুপার মার্কেটে। পুড়ে গেল হাজার মানুষের স্বপ্ন।

শনিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর অন্যতম বড় এ পোশাকের মার্কেটটিতে আগুন লাগে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নিউমার্কেটের কাছাকাছি চন্দ্রীমা সুপার মার্কেট, গ্লোব শপিং মল, বদরুদ্দোজা সুপার মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, নূর মেনশন সুপার মার্কেট, হকার্স মার্কেট, চাঁদনী চক, ইয়াকুব সুপার মার্কেট, নূর জাহান সুপার মার্কেট, গোল্ডেন সুপার মার্কেট বন্ধ রয়েছে।

এছাড়া পাশাপাশি সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব দোকান-অফিস বন্ধ। এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। সাধারণ মানুষের চলাচলে পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। তবে জরুরি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গাড়িগুলো প্রবেশ করতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *