সুন্দরগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে এক কেজি শুকনা গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে।

গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনা সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ২০ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে অত্র থানার এস.আই(নিঃ)/ মোহাম্মদ আবু তালেব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সুন্দরগঞ্জ থানাধীন ৩নং তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রামস্থ চর খোর্দ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী আশ্রয়ন প্রকল্পের আসামী মোঃ শাহা আলম(৩২), পিতা-লাল বাদশা, মাতা-জাহানারা বেগম, সাং-চর খোর্দ্দা, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা এর বরাদ্দকৃত টিনসেড বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে হইতে আসামীর নিজ তথ্য মতে (এক) কেজি কথিত শুকনা গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *