ডিজিটাল ওয়াশ পোর্টাল নিয়ে বরগুনায় দিন ব্যাপী কর্মশালা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি:ওয়াশ এসডিজি ওয়ে সাব প্রোগ্রামের আওতায় ডিজিটাল ওয়াশ পোর্টাল বিষয়ক বরগুনায় দিন ব্যাপী রিফ্রেশাস ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। (৮ অক্টোবর) রোববার সকাল সাড়ে ৯টায় ওয়াশ এ্যলায়েন্স ইন্টারন্যাশনাল (সীমাভীর সহযোগিতায় স্লোব বাংলাদেশ এর আয়োজনে আকভো এর কারিগরি সহায়তায় দিন ব্যাপী এ রিফ্রেশাস ট্রেনিং অনুষ্ঠিত হয় । এ দিন ব্যাপী ডিজিটাল ওয়াশ পোর্টাল বিষয়ক রিফ্রেশাস ট্রেনিং এর উদ্বোধন করেন স্লোব বাংলাদেশ এর নিবার্হী পরিচালক (ভারপ্রাপ্ত) সুরঞ্জন সরকার ও সীমাভীর প্রোগ্রাম অফিসার সামীর কুমার পাল। এ সময় স্লোব বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ মমিনুল ইসলাম, প্র্যকটিক্যাল একশনের পৌর -কো অর্ডিনেটর গুলশান আরা মেরী, স্লোব বাংলাদেশের মনিটরিং অফিসার এ কে এম আকবর হোসাইন, এইচপির টাউন কো-অর্ডিনেটর মোঃ শরিফুল ইসলাম খান, উত্তরণের ( পিও) এস কে রুসায়েদ উল্লাহ, ডরপের কো অর্ডিনেটর মোঃ আঃ মান্নানসহ বরগুনা জেলার বিভিন্ন উপজেলার এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সচিব, তথ্য উদ্যোক্তা দিন ব্যাপী এ রিফ্রেশাস ট্রেনিং অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আকভো এর প্রতিনিধি মিঃ কারমাথ সুবেদি।
উল্লেখ্য টিকসই উন্নয়নের লক্ষ্যে মাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকার এসডিজি ১৭টি গোল ঘোষণা করে। এর মধ্যে ৬ নম্বর গোল হচ্ছে ওয়াস। ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে । যার ফলে বরগুনা জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের গরীব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবন যাত্রারনমান উন্নত হবে ।যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *