গাইবান্ধায় বিসিএস ক্যাডার শিক্ষকদের তিনদিনের কর্মবিরতি সমাপ্ত

গাইবান্ধায় বিসিএস ক্যাডার
শিক্ষকদের তিনদিনের কর্মবিরতি সমাপ্ত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ বিসিএস ক্যাডার শিক্ষকদের দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট কলেজ চত্বরে বৃহস্পতিবার তিনদিনের সর্বাত্মক কর্মবিরতি শেষ করেছে। কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, উপাধ্যক্ষ মো. মাহাতাব হোসেন মন্ডল, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনিছা আক্তার বেগম চৌধুরী, নির্বাহী সদস্য প্রফেসর মো. আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আজাদ, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আ.ফ.ম শহীদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো.ইফতেখারুর রহমান, সহযোগী অধ্যাপক মো. মাসুদুর রহমান, আশরাফুজ্জামান মিলন, মো. আনোয়ার হোসেন, মো. বাবুল আকতার, সহকারী অধ্যাপক মো. মমিনুল ইসলাম, ড. মুহম্মদ মিজানুর রহমান, খন্দকার মশিউর রহমান, আব্দুর রহিম, হারুন অর রশীদ, রায়হানুল ইসলাম পল্লব, প্রভাষক আশফাখুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান রানা, মো. ওয়াশিম মিয়া, শারমিন চৌধুরী, সাবিনা ইয়াসমিন, রাশেদ মিয়া, রাগীব শাহরিয়ার ও আনারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ ৩য় গ্রেডে উন্নিতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভ‚ক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভ‚তদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবী আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজের সকল কার্যক্রম বন্ধ রেখে প্রথমে সর্বাত্মক একদিন ও তিনদিনের কর্মবিরতি পালন করা হয়। কিন্তু তারপরও উক্ত দাবিগুলো এখন পর্যন্ত পুরণ করা হয়নি। তারা আরও বলেন, দাবিগুলো পূরণ না হলে আগামীতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে কঠোর কর্মসূচির ঘোষণা করবেন তা পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *