হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি: সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজর নেই। ঘর থেকে বাইরে দেশে এদেশের বৃদ্ধ মা-বাবারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। মানুষগুলো জীবন দিতে রাস্তায় এসেছে। তাদের পরাজিত করার শক্তি কারো নেই। হাসিনার ১৬ বছরের জুলুমের বিরুদ্ধে লড়েছি। সব শেষ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি।

ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নেতারা ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথকতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা দিনের আলোতে লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়েছে। ১০০ বছর আগে লক্ষণ সেন এভাবে পালিয়েছিল। হাসিনার পালিয়ে যাওয়ার পর মন্ত্রী পরিষদের সদস্যরা, বায়তুল মোকাররম মসজিদের খতিব ও ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেক বড় বড় নেতা পালিয়েছে।

জেলা বিপ্লবী ওয়ার্কার্স পাটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশীখা জামালী, আকবর খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, এনসিপির যুগ্ম আহ্বায়ক আজাদ খান ভাসানী, ক্রীড়া সংগঠক আলী ইমাম তপন, জেলা ভাসানী যুবশক্তি পার্টির সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *