রামপুরার ডিআইটি রোডে ইউনিকর্ন গ্রুপের কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মো. মাসরুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডিরেক্টর আহসান হাবিব ফাহিম। সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশন এর তাফসীরকারক, সঞ্চালক ও উপস্থাপক সূফী মহিউদ্দীন খান ফারুকী।
বক্তব্য দেন অল ব্রডকাস্টার কমিউনিটি (এবিসি)-এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার, নিজের বলার একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক রিলেশন ডিভিশনের কর্মকর্তা মো. মনির হোসাইন, মার্কেন্টাইল ব্যাংক রামপুরা শাখার এফভিপি শওকত হোসেন, ইউসিবি ব্যাংকের এফভিপি গাজী আশরাফুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক সালমা বেগম, আইএফআইসি ব্যাংকের সাবেক এসএভিপি মো. মিজানুর রহমান এবং হাসনাবাদ কথাচিত্রের পরিচালক মামুনুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকর্ন গ্রুপের গ্রুপ ডিরেক্টর অতশী আক্তার, ইভানা আক্তার, রুমা আক্তার, হেড অব সেলস মো. সামেদ পারভেজসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন কর্পোরেট অফিস থেকে তুরস্ক, চীন, জাপান ও কোরিয়া থেকে আমদানীকৃত লিফট সেবা, ইন্টেরিয়র সল্যুশন, জেনারেটর ও সাবস্টেশন সেবা প্রদান করবে ইউনিকর্ন গ্রুপ।
