পোশাক নকল

image_90356_0-300x219তারকাদের ফ্যাশন অনেকসময়ই চলচ্চিত্র ভক্তদের কাছে অনুকরণীয় বিষয়। অনেককেই দেখা গেছে যারা প্রিয় নায়ক বা নায়িকাটির মতো জামা-কাপড় পড়তে পছন্দ করেন। অবশ্য এক ভূবনের তারকারাও ইদানিং অন্য ভূবনের তারকাদের ফ্যাশনে যে অনুপ্রাণীত হচ্ছে তা তাদের পোশাক-পরিচ্ছদের দিকে একটু খেয়াল রাখলেই বোঝা যায়। বিশেষ করে নায়িকারাতো এক্ষেত্রে এককাঠি এগিয়ে। ইদানিং হলিউড নায়িকাদের ফ্যাশন হুবহু নকল করতে দেখা যাচ্ছে বলিউড সুন্দরীদের।
যেমন কিছুদিন আগে পাতৌদির নবাব বেগম কারিনা কাপুর খানকে একটি অনুষ্ঠানে দেখা গেছে হুবহু হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের ফ্যাশন নকল করতে। এদিন কারিনাকে দেখা গেছে কিমের মতো সোনালী পাতের বেল্টসহ কালো জামা পড়তে।
ফ্যাশন নকলে আরেক ওস্তাদ বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাডুকোন। মাঝে মাঝেই তাকে হলিউড সেলিব্রেটিদের অনুকরণে পোশাক পড়তে দেখা যায়। যেমন কিছুদিন আগেই একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে দীপিকা এসেছিলেন আন্তর্জাতিক পপ আইকন কাইলি মিনোগুইয়ের অনুকরণে কমলা পোশাক পড়ে। শুধু কি তাই এ বছরের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা এসেছিলেন হলিউড অভিনেত্রী লেডি ভিক্টোরিয়া হারভের অনুকরণে একটি পোশাক পড়ে। যা কিছুদিন আগে হারভে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে পড়েছিলেন।
এছাড়া বলিউড অভিনেত্রী অদিতি রাও ফ্যাশন নকল করেছিলেন হলিউডের জেনিফার লরেন্সের। সোহা আলি খান নকল করেছিলেন ক্রিস্টিন স্টুয়ার্টকে। জ্যাকুলিন ফার্নান্দেজ নকল করেছিলেন অ্যাসলে বেনসনকে।
বলিউড অবশ্য কখনও কখনও নিজেরাও নিজেদের নকল করে থাকে। যেমন কিছুদিন আগেই এক ফটোশ্যুটে কারিনা ও দীপিকাকে দেখা গেছে প্রায় একই রকম পোশাকে। একবার বলিউডের ফ্যাশন আইকন ঐশ্বরিয়া রাইকে নকল করেছিলেন তারই আরেক সহকর্মী লারা দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *