ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
এতে দশ বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিকসহ মোট আটজন নিহত হয়েছেন। সবার মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশি নাগরিকদের সবার বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। মৃত এক বাংলাদেশীর নাম আব্দুল গাফফার তার পিতা নুরু মিয়া, গ্রাম শিবচর, চাঁদপুর, মেঘনা, কুমিল্লায়। অন্যদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই ফ্যাক্টিরিতে কর্মরত আব্দুল হান্নান অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করেন।
প্রথমে প্রত্যক্ষদর্শীরা আটজন বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করলেও বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মিজানুর রহমান কিছুই জানেন বলে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর কথা নিশ্চিত করা হয়।
জানা গেছে, হিলারি নামে ওই সোফা ফ্যাক্টরিতে মোট ১৪ জন কর্মচারী কাজ করতেন। এর মধ্যে ১২ জন বাংলাদেশি ও দুইজন ভারতীয়।
ফ্যাক্টিরিতে কর্মরত আব্দুল হান্নান জানান, নিহতরা সবাই ওই ফ্যাক্টরিতেই থাকতেন। কাজ শেষে বিশ্রামের জন্য তারা তখন সেখানেই অবস্থান করছিলেন।
বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।