প্রতিবেশী ভারতে সাধারণ মানুষের জন্য সুরক্ষা নেই। সংখ্যালঘু মুসলিমরা প্রতিনিয়ত দাঙ্গা-হাঙ্গামার শিকার হচ্ছে। প্রতি এক হাজার মানুষের মাথাপিছু একজন নিরাপত্তারক্ষীও নেই। অথচ এক মন্ত্রীর কন্যার সুরক্ষার জন্য রয়েছে ৫২ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী! মানে জেড প্লাস সিকিউরিটি। ভাবতে অবাক লাগলেও এই তথ্য সম্পূর্ণ সত্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার সিন্ধের মেয়ে প্রণীতির সুরাক্ষায় ৫২ নিরাপত্তারক্ষী রয়েছে। অবশ্য প্রণীতি একজন বিধায়ক। কিন্তু বিধায়ক কেন জেড-প্লাস সিকিউরিটি পাবেন?
এ ব্যাপারে জানা গেছে, বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদেই এই সুবিধা পেয়েছেন প্রণীতি। একইভাবে সুশীলকুমার সিন্ধের পত্নী উজ্জ্বলা সিন্ধে পেয়েছেন ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি। তার নিরাপত্তার জন্য রয়েছে ১৪ জন নিরাপত্তারক্ষী। নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করলেও দেশবাসীর নিরাপত্তা নিয়ে কোনো যে চিন্তা নেই। সম্প্রতি আসামের বড়ল্যান্ডে মুসলিম গণহত্যাই তার বড় প্রমাণ।
জানা গেছে, ১৬ মের পর মোদি ক্ষমতায় বসার পর এ ধরণের হাই-প্রোফাইল ব্যক্তিদের প্রয়োজনীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে। স্ট্যাটাস সিম্বল হিসেবে যারা z বা y plus নিয়ে ঘোরাফেরা করেন তাদের ডানা ছেটে দেয়া হতে পারে।–ওয়েবসাইট।