এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা ববিতা সিনেমাজগত নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে তিনি যেকয়টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং যেসব পরিচালক-প্রযোজক থেকে অগ্রিম সাইনিং মানি নিয়েছেন তার সব কয়টির টাকা ফেরত দিতে শুরু করেছেন। এরই মধ্যে পরিচালক এফআই মানিক, শাহিন-সুমন, রাকিব ও জাকির হোসেন রাজুকে টাকা ফেরত দিয়েছেন বরেণ্য এই অভিনেত্রী।
ববিতা বলেন, “আমি প্রায় পাঁচ-ছয়টি ছবির সাইনিং মানি ফেরত দিয়েছি। আর ভালো লাগে না। অনেক হয়েছে।”
তাহলে কী অভিনয় ছেড়ে দিচ্ছেন? জানতে চাইলে তিনি বলেন, “অনেকেই তা-ই ভাবছেন। মাঝে মধ্যে আমিও ভাবি ঘোষণা দিয়েই অভিনয় ছাড়বো। কিন্তু বিষয়টা এরকম নয়।”
ববিতা আরও বলেন, “একটি চলচ্চিত্রে শুধু থাকার জন্যই থাকতে চাই না। যদি অভিনয় করি, তাহলে সেভাবেই অভিনয় করতে চাই, যেখানে আমার স্বকীয়তাও থাকবে। এটি ববিতার চলচ্চিত্র, এমনটি হতে হবে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে লক্ষ্য করলে এরকম বিষয় দেখা যায়। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্রে সিনিয়রদের কাস্ট করা হয় শুধু নামটা যোগ করার জন্য, বা দেখা গেল একটি চরিত্রের জন্য দরকার হচ্ছে, সে কারণে। কিন্তু এ ধরনের কাজ করতে চাই না। যেখানে নিজের অভিনয়টা দেখাতে পারব, যেই স্ক্রিপ্ট পড়ে মনে হবে আসলেই আমার জন্য, তখনই আমি অভিনয় করব।”