আশ্চর্য হলেও সত্য গাজীপুরের কালীগঞ্জে একটি লাউ গাছের গোড়ার একই বোটায় একসঙ্গে ২২টি লাউ ধরেছে। প্রকৃতির এ দৃশ্য দেখতে উৎসুক জনতা প্রতিদিন ঘটনাস্থলে ভিড় জমাচ্ছে।
শুক্রবার সরেজমিনে কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে চৈতরপাড়া গ্রামে মো. লাল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার ঘরের চালে একটি লাউ গাছের ঠগা বেড়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্য একটি লাউ গাছের গোড়ায় একসঙ্গে ২২টি লাউ বড় হচ্ছে।
Leave a Reply