সিটবেল্ট ও এয়ারব্যাগ শুধু গাড়ি দুর্ঘটনায় মানুষের মাথা ও বুককেই রক্ষা করে না, এগুলো মানুষের কিডনিকেও রক্ষা করে।
গবেষকরা দেখেছেন, একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে ওই গাড়ির আরোহী যদি সিটবেল্ট পড়ে থাকেন এবং গাড়িতে যদি এয়ারব্যাগ থাকে তাহলে তাদের কিডনির ক্ষতি হওয়ার আশংকা থাকে কম।
নিউইয়র্কের ল্যাঙ্গন মেডিক্যাল সেন্টারের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মার্ক জুরলিন এক গবেষণা শেষে বলেন, এই গবেষণা মানুষকে সিটবেল্ট ও এয়ারব্যাগ ব্যবহারে আগ্রহী করবে।
ফ্লোরিডার অরল্যাণ্ডে আমেরিকান ইউরোলজি এসোসিয়েশনের বার্ষিক বৈজ্ঞানিক সভায় এই গবেষণা রিপোর্টটি উপস্থাপন করা হয়। সিটবেল্ট দুর্ঘটনা কবলিত গাড়ির জোর মানবদেহের নিম্নদেশ ও বুকে কমিয়ে দেয় এবং এয়ারব্যাগ গাড়ি ও মানবদেহের মধ্যে সংঘর্ষ হালকা করে দেয়।
নতুন এই গবেষণায় ২০১০ ও ২০১১ সালের দুই লাখ ৮৭ হাজার ১৭৪টি গাড়ি দুর্ঘটনার রেকর্ড নেয়া হয়। এসব দুর্ঘটনায় দুই হাজার ৫৮০ জনের কিডনির ক্ষতি হয়। গবেষকরা দেখেছেন, সিট বেল্ট ও এয়ারব্যাগ ব্যবহার করা হলে কিডনির ক্ষতির আশংকা ২৩ শতাংশ কমে যায়। আর অর্ধেকেরই কিডনি অপসারণ বা প্রতিস্থাপনের প্রয়োজন হয় না।
ডা. মার্ক জুরলিন বলেন, সিটবেল্ট ও এয়ারব্যাগ ব্যবহার করায় কিডনি রক্ষার বেশ কিছু কারণ রয়েছে। সিটবেল্ট পড়া থাকলে দুর্ঘটনার আঘাত সরাসরি মানবদেহের নিম্নদেশে লাগে না।
তিনি বলেন, সিটবেল্ট ও এয়ারব্যাগ আপনার কিডনিকে রক্ষা করবে এবং কিডনি প্রতিস্থাপনের ঝুঁকি কমাবে। খালিজ টাইমস
Leave a Reply