বিএনপির সমাবেশ শুরু

bnp-meeting-swadeshnews24

দেশব্যাপী বিচার বহির্ভূত হত্যা,গুম, খুন ও অপহরণের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে।

দুপুর ৩ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন হাট লক্ষীগঞ্জে এ সমাবেশের শুভ সুচনা করা হয়।

এদিকে,সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মুসলধারে এবং দুপুর সোয়া ১টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এরপরও দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ জনতা জনসভাস্থলে আসতে শুরু করেছেন।

মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন হাট লক্ষীগঞ্জের সমাবেশে মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বেগম জিয়া তার বক্তব্যে বর্তমান সরকারের গুম, খুন, অপহরণ, দুর্ণীতি ও আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার সামগ্রিক চিত্র তুলে ধরে সরকার বিরোধী আন্দোলনে জনগনকে সম্পৃক্ত হওয়ার আহবান জানাবেন বলে বিএনপি সুত্রে জানাগেছে।

এদিকে সমাবেশস্থলে চেয়ারপার্সন খালেদা জিয়ার আগমন উপলক্ষে ‘খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম’ ‘বিএনপির ঘাটি, মুন্সীগঞ্জের মাটি’এমন স্লোগানে মুখরিত করে তুলেছে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা দলের নেতা কর্মীরা।

সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

এদিকে প্রায় ১৩ বছর পর বিএনপি চেয়ারপার্সন মুন্সীগঞ্জ শহরে আসছেন। এর আগে তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী জনসভায় শহরে এসেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *