অধিনায়কত্ব নিবেন না সাঈদ আজমল। নিজের খেলার প্রতি আরো মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি স্পিনার। তাকে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের প্রস্তাব দেওয়ার এমন সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েছেন আজমল।
কারণ হিসেবে নিজের খেলার কথা বললেও আজমলের ভয় আসলে অন্য জায়গায়। দল খারাপ করলে অধিনায়ককে যে সমালোচনা সহ্য করতে হয় আজমল তার বিপক্ষে। এজন্যই মূলত অধিনায়কত্ব নেননি তিনি। বিষয়টি বোঝা গেছে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে আজমলের মন্তব্য থেকে। তিনি বলেছেন, “বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো খেলতে পারেনি পাকিস্তান। ফলে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে মোহাম্মদ হাফিজকে। ফলে সে বাধ্য হয়ে পদত্যাগই করেছে।”
আজমলের এমন কথা থেকেই বোঝা গেছে ঠিক কী কারণে অধিনায়কত্ব করতে চান না তিনি।