সমুদ্র সম্পদ মন্ত্রনালয় গঠনের প্রস্তাব এমপি কমলের

komol-Pass_1-234x300সংসদে সাইমুম সরওয়ার কমলের বক্তব্যে দুইটি বিষয়ে প্রশাসনের ইতিবাচক সাড়া মিলেছে সরকারের মধ্যে। তৎমধ্যে একটি সমুদ্র সম্পদ মন্ত্রনালয় গঠনের প্রস্তাব অন্যটি বিশ্ব এজতেমা ময়দানে হজ্বের মিনা’র ন্যায় স্থায়ী তাবু নির্মানে বরাদ্ধের দাবী।

২২জুন বেলা ১১টায় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের চেয়ে সমুদ্রসীমার আয়তন বড়। ১ লক্ষ ৫হাজার বর্গমাইল এলাকা জুড়ে উক্ত সমুদ্র সীমায় অফুরন্ত প্রানীজ সম্পদ, খনিজ সম্পদসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে।

উক্ত সম্পদ আহরন ও রক্ষনাবেক্ষনার জন্য বাংলাদেশের নিদ্রিষ্ট কোন মন্ত্রনালয় নেই। সাইমুম সরওয়ার কমল সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উক্ত সমুদ্র সম্পদ মন্ত্রনালয়ের প্রস্তাব দিলে সরকারের নীতিনির্ধারনীর মধ্যে ইতিবাচক সাড়া পড়ে।

উল্লেখ্য উক্ত মন্ত্রনালয় গঠিত হলে দেশের বিশাল সমুদ্রসীমানা রক্ষনাবেক্ষন, সমুদ্র সম্পদ আহরন ও নিরাপত্তা নিশ্চিত হবে। সংসদে সাইমুম সরওয়ার কমল বিশ্ব এজতেমার জন্য স্থায়ী তাবু নির্মানের যে প্রস্তাব দিয়েছেন যা বিগত ৪৩ বছরে সংসদে কেউ উত্তাপন করেননি।

একমাত্র কমলই সর্বপ্রথম এ প্রস্তাব দিয়ে পৃথিবীর কোটি কোটি ধর্মপ্রান মুসলমানের পক্ষে কথা বলেছেন। সংসদে এমপি কমল উক্ত দুইটি বিষয়ের উপর প্রস্তাব করলে সরকারের নীতি নির্ধারনীর মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *