যে কোনো বিষয়ে সরাসরি এবং খোলাখুলি কথা বলার জন্য বলিউডে বেশ সুনাম রয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের। নিজের ভুলগুলোও মিডিয়ার সামনে বলতে একবারের জন্যও দ্বিধা বোধ করেন না তিনি। তেমনই একটি উদাহরণ সম্প্রতি সামনে এলো বলিউডের একটি মিডিয়াকে দেয়া তার একটি সাক্ষাৎকারে মাধ্যমে। এই সাক্ষাৎকারে নিজের একটি গোপন দুর্বলতা ফাঁস করলেন কঙ্গনা।
জানেন কি তার সেই ‘দুর্বলতা’? তিনি নাকি ইংরেজিতে কথা বলার ব্যাপারে মোটেই স্বচ্ছন্দ বোধ করেন না! অবাক হচ্ছেন? কিন্তু নিজের দুর্বলতা সম্পর্কে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন বলিউডের নতুন ‘ক্যুইন’। তিনি বলেন, ’আমার মনে হয়, বলিউডে আমিই সবচেয়ে বেশি খারাপ ইংরেজি বলি। আমি জানি আমার বেশিরভাগ ইংরেজি
উচ্চারণ সঠিক হয় না। আর ঠিক এ কারণেই আমি হিন্দিতে কথা বলতে খুব পছন্দ করি।’
এই সঙ্গে তিনি আরো বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ইংরেজি পড়েছি, শিখেছি। কিন্তু এটা কখনই আমি রপ্ত করে উঠতে পারিনি। তাই এ বিষয়টি নিয়ে আমি নিজেই মাঝে মধ্যে বিব্রতবোধ করি। তবে আমি চেষ্টা করছি আমার ইংরেজিটা যাতে আরো ভালো হয়।’
বলিউডের একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে, এরই মধ্যে নাকি ইংরেজি উচ্চারণ শেখার জন্য একজন শিক্ষক নিয়োগ করেছেন তিনি। প্রতিদিনই এক ঘণ্টা করে তার কাছ থেকে ইংরেজি উচ্চারণের তালিম নিচ্ছেন কঙ্গনা। তবে যাই বলুন, নিজের দুর্বলতা নিয়ে ওপেন মিডিয়ায় এমন সোজাসাপটা স্বীকারোক্তি কজনের মুখে শোনা গিয়েছে! গুড লাক কঙ্গনা!