1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ - Swadeshnews24.com
শিরোনাম
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল ৭৬ বছরের ইতিহাসে প্রথম, সারা দেশে টানা তাপপ্রবাহের রেকর্ড দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-অপ্যায়ন সম্পাদক হলেন সোহেল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২৯ Time View

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের মাঝে অন্যতম একজন মাহমুদউল্লাহ রিয়াদ। একজন নীরব ঘাতকের মতো প্রতিনিয়তই প্রতিপক্ষের শক্ত ভীত নড়বড়ে করে চলেছেন এই ক্রিকেটার। তাইতো অনেকে তাকে ‘সাইলেন্ট কিলার’ বলেও ডাকে। আজ তার শুভ জন্মদিন।

কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সুসময় থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের ঘোর বিপদের সময়েও তার ব্যাটকে খ্যাপাটে তলোয়াড় বানিয়ে তিনি একাই লড়ে গিয়েছেন অনেকবার।

ঘরোয়া ক্রিকেটে মাহমুদউল্লাহ: ঘরোয়া ক্রিকেটে মাহমুদউল্লাহর অনুপ্রবেশ ঘটে ২০০৪/২০০৫ সালের দিকে। তখন থেকেই একজন নিয়মিত অলরাউন্ডারের ভূমিকায় দেখা যেত এই ক্রিকেটারকে। তবে ঘরোয়া ক্রিকেটে তার সবথেকে ভালো পারফরমেন্স ছিল ২০০৮/২০০৯ সালে। সে বছর তিনি এক মৌসুমে ক্যারিয়ার সেরা ৭১০ রান করতে সক্ষম হন। প্রতি ম্যাচে রান তোলার গড়ও ছিল চোখে পড়ার মতো (৫৪.৬)। তার এই পারফর্মেন্সে বিসিবির নজর কাড়েন তিনি। আর এজন্যই একই বছর অর্থাৎ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেকও হয়ে যায় এই অলরাউন্ডারের।

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ: আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক ঘটে মাহমুদউল্লাহর। সবাইকে অবাক করে দিয়ে অতিমানবীয় কোনো ইনিংস সেদিন উপহার না দিতে পারলেও ৩৬ রান করে সেদিন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানটি তিনিই সংগ্রহ করেছিলেন। সেই সাথে বল হাতেও নিয়েছিলেন দুটি উইকেট। এরপর থেকেই দলের একজন অপরিহার্য ক্রিকেটারে পরিণত হয়েছেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ১৫৩টি ওয়ানডে খেলেছেন তিনি। আর এরই মাঝে ১৮টি অর্ধশতক এবং ৩টি শতকের উপর ভর করে ৩৩.৯৪ গড়ে করেছেন ৩৩২৭ রান। একদিনের ক্রিকেটে তার সর্বোচ্চ রানের স্কোরটি ১২৮ রানের। অন্যদিকে টেস্ট খেলেছেন মাত্র ৩৫টি। যার মাঝে একটি শতক এবং ১৪টি অর্ধশতক নিয়ে করেছেন ১৯৩১ রান।

অধিনায়ক রুপে মাহমুদউল্লাহ রিয়াদ: ২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপের মঞ্চে সর্বপ্রথম ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পান তিনি। বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পেয়ে দায়িত্ব নিয়ে খেলেছিলেনও বটে। সেবার বিশ্বকাপে ইংলিশদের পরাজিত করার স্মৃতি যেন আজও তাজা রয়েছে বাঙালি ক্রিকেটভক্তদের মনে। শফিউলকে সাথে নিয়ে দুর্দান্ত এক জয় এনে দেওয়ার পেছনের কারিগর ছিলেন এই ক্রিকেটারই।

বর্তমানে সাকিবের অনুপস্থিতিতে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন এই ক্রিকেটার।

মাহমুদউল্লাহর যত রেকর্ড: ২০১৫ আইসিসি ওয়ার্ল্ড কাপ ইভেন্টে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বিপক্ষে শতক হাঁকান মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু তাই নয় পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডদের বিপক্ষেও সেঞ্চুরি করে বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন এই ক্রিকেটার। যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে আজ পর্যন্ত সম্ভব হয়নি। পুরো টুর্নামেন্টে সেবার মাত্র ছয় ম্যাচ খেলে ৭৩.০০ গড়ে ৩৬৫ রান করেছিলেন তিনি।

আইসিসির ইভেন্ট মানেই যেন মাহমুদুল্লাহর অনন্য কীর্তি। সেই ধারাবাহিকতাই ধরে রেখেছিলেন ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও। সেবার কিউইদের বিপক্ষে সাকিব আল হাসানকে সাথে নিয়ে আইসিসির যে কোনো ইভেন্টে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রান (২২৪) তোলার রেকর্ড গড়েছিলেন তিনি।

কখনো ‘কুলেস্ট প্লেয়ার’ কখনো বা ‘মিস্টার রিলায়েবল’ কখনো বা ‘সাইলেন্ট কিলার’ এরকম নানা উপাধিতে সিক্ত এই ক্রিকেটারের আজ ৩২ তম জন্মদিন। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহন করেছিলেন এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com