1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
বনানী ট্রাজেডি '২৫ জন নিহত, ২৪ লাশ হস্তান্তর' (নিহতদের তালিকা) - Swadeshnews24.com
শিরোনাম
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল ৭৬ বছরের ইতিহাসে প্রথম, সারা দেশে টানা তাপপ্রবাহের রেকর্ড দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-অপ্যায়ন সম্পাদক হলেন সোহেল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

বনানী ট্রাজেডি ‘২৫ জন নিহত, ২৪ লাশ হস্তান্তর’ (নিহতদের তালিকা)

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৩৫৪ Time View

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তির’ মধ্যে আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সেখান থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ আজ সকালে এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাকেও শনাক্ত করা হয়েছে।  সেটিও হস্তান্তর করা হবে।

গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কেউ নিখোঁজের কোনো তথ্য দেননি বা সন্ধান নিতে আসেনি বলেও জানান পুলিশের এই উপকমিশনার।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াও সকালে বলেছেন, রাতের মধ্যে ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি লাশ মর্গে আছে।

নিহতদের নাম ও ঠিকানা  

১. ইফতিয়ার হোসেন মিঠু (৩৭), পিতা-মো. ইছহাক, ঠিকানা-বানিয়াপাড়া, কুমারখালী, কুষ্টিয়া;
২. শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৫), পিতা-শেখ মোজাহিদুল ইসলাম, ঠিকানা-বেস্টপাড়া, মেইন রোড, থানা-যশোর      বর্তমানে-৮৪/১ খিলক্ষেত বটতলা, খিলক্ষেত, ঢাকা;
৩. মো. ফজলে রাব্বী (৩০), পিতা-মো. জহিরুল হক, উত্তর ভূঁইঘর, থানা-ফতুল্লা, নারায়ণগঞ্জ;
৪. আতিকুর রহমান (৪২), পিতা-মৃত. আবদুল কাদির মির্জা, সাং-পূর্ব সারেনগা শৈলাপাড়া, থানা-পালং, জেলা-শরীয়তপুর, (বর্তমানে থাকতেন আমতলা, মানিকদী, ক্যান্টনমেন্ট, ঢাকা);
৫. আনজিব সিদ্দীকি আবির (২৭), পিতা-আবু বক্কর সিদ্দিকী, সাং-কলেজ রোড, পাটগ্রাম, জেলা-লালমনিরহাট, (বর্তমানে থাকতেন ৮৫ মধ্য পাইকপাড়া, মিরপুর, ঢাকা;
৬. আবদুল্লাহ আল ফারুক (৬২), পিতা-মৃত মকবুল আহম্মেদ, সাং-পূর্ববগাইর, থানা-ডেমরা, জেলা- ঢাকা;
৭. রুমকি আক্তার, স্বামী-মাকসুদুর রহমান, সাং-জলঢাকা, নীলফামারী;
৮. মো. মঞ্জুর হাসান (৪৯), পিতা-মৃত মনসুর রহমান, সাং-বোয়ালিয়া, থানা-নওগাঁ, জেলা-নওগাঁ (বর্তমানে থাকতেন ছাপড়া মসজিদ, ইব্রাহিমপুর, থানা-কাফরুল, ঢাকা);
৯. মো. আমির হোসেন রাব্বী (২৯), পিতা-মো. আইয়ুব আলী, সাং-গাঙ্গহাটি (চরপাড়া), থানা- আতাইকুলা, জেলা-পাবনা, (বর্তমানে বাসা-২৩, রোড-৯, ব্লক-এ, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা);
১০. সৈয়দা আমিনা ইয়াসমিন, পিতা সৈয়দ মহিউদ্দিন আহম্মেদ, গ্রাম-রামপাশা, কেরামতনগর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, (বর্তামানে থাকতেন এ/পি-২০৬ কাফরুল, ঢাকা;
১১. মো. মনির হোসেন সর্দার (৫২), পিতা-মৃত মোতাহার হোসেন সর্দার, সাং-উত্তর কড়াপুর (সর্দারবাড়ী, থানা- বিমানবন্দর, জেলা বরিশাল, (বর্তমানে থাকতেন ৬৮৫/২, মোল্লার রোড, পূর্ব মনিপুর, ঢাকা);
১২. মো. মাকসুদুর রহমান (৩২), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-১১ নম্বর আলমগঞ্জ, থানা- গেণ্ডারিয়া, জেলা-ঢাকা; ১৩. আবদুল্লাহ আল মামুন (৪০), পিতা-মৃত আলহাজ আবুল কাশেম, সাং- বাসা-১৫/৬/২, রোড-১, কল্যাণপুর, থানা-মিরপুর, ঢাকা-১২১৬;
১৪. মো. মোস্তাফিজুর রহমান (৩৬), পিতা-মৃত আবদুর রশিদ মুন্সি, সাং-চতরা, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, (বর্তমানে থাকতেন বাসা নম্বর-২/এ/২/১৬/, মিরপুর-২, ঢাকা);
১৫. মো. মিজানুর রহমান, সাং-কোদলা, থানা-তেরখাদা, জেলা-খুলনা (বর্তমান ঠিকানা হেরিটেজ এয়ার এক্সপ্রেস, এফআর টাওয়ার ১০ তলা, রোড নং-১৭, বনানী ঢাকা);
১৬. ফ্লোরিডা খানম পলি (৪৫), স্বামী-ইউসুফ ওসমান, বাসা-২, রোড-৪, রূপনগর হাউজিং, থানা-রূপনগর, ঢাকা;
১৭. আতাউর রহমান (৬২), পিতা-মৃত হাবিবুর রহমান, বাসা-১৭/২, তাজমহল রোড, ব্লক-সি, থানা-মোহাম্মদপুর, ঢাকা;
১৮. মো. রেজাউল করিম রাজু (৪০), পিতা-নাজমুল হাসান, সাং-দক্ষিণ নাগদা, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর (বর্তমানে থাকতেন বাড়ি নম্বর-১৬, রোড-২৩, ফ্ল্যাট বি/২, বনানী, ঢাকা);
১৯. আহম্মদ জাফর (৫৯), পিতা- মৃত হাজি হেলাল উদ্দিন, সাং-নবীনগর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ;
২০. জেবুন্নেছা (৩০), পিতা-আবদুল ওয়াহাব, সাং-লক্ষ্মীনারায়ণপুর, থানা-বেগমগঞ্জ, নোয়াখালী (বর্তমানে থাকতেন ৬৬/৩, পশ্চিম রাজাবাজার, থানা-শেরেবাংলা, ঢাকা);
২১. মো. সালাউদ্দিন মিঠু (২৫), পিতা-সামসুউদ্দিন, বাসা-৩৪৯, মধুবাগ মগবাজার, রমনা, ঢাকা;
২২. নাহিদুল ইসলাম তুষার (৩৫), পিতা-মো. ইছাহাক আলী, সাং-ভানুয়ানগর, থানা-মির্জাপুর, টাঙ্গাইল;
২৩. তানজিলা মৌলি (২৫), স্বামী-রায়হানুল ইসলাম, সাং-সান্তাহার বলিপুর, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া (বর্তমানে থাকতেন মিতালী হাউজিং দক্ষিণ কাফরুল, বাড়ি ই/৩, কাফরুল, ঢাকা);
২৪. মো. পারভেজ সাজ্জাদ (৪৬), পিতা-মৃত নজরুল ইসলাম মৃধা, সাং-বালুগ্রাম, কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ;
২৫. নিরস চন্দ্র (৩৫), পিতা-বিগনা রাজা, সাং-শ্রীলংকা (বর্তমানে থাকতেন বাসা- ৭৬, রোড-১৮, ব্লক-এ, বনানী, ঢাকা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com