1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
এবারের নতুন মেসি-রোনালদো - Swadeshnews24.com
শিরোনাম
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল ৭৬ বছরের ইতিহাসে প্রথম, সারা দেশে টানা তাপপ্রবাহের রেকর্ড দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-অপ্যায়ন সম্পাদক হলেন সোহেল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

এবারের নতুন মেসি-রোনালদো

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০১৬
  • ২২৪ Time View

17907_s3এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে দর্শকরা যথারীতি দেখতে পাবেন তারুণ্যের  ঝলক। এতে আসরে তরুণ ফুটবলারদের দিকে আলাদা নজর থাকছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। এতে দেখা যাবে কমপক্ষে দুইজন নতুন মেসিকে। দেখা যাবে রাশিয়ান রোনালদোকেও।
১. আনতে করিক (ক্রোয়েশিয়া): চেলসি ও বায়ার্ন মিউনিখে ট্রায়াল শেষে অস্ট্রিয়ার এফসি সালজবুর্গে যোগ দেন ১১ বছরের করিক। তার আইডল ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। ইউয়েফা ইউরোপা লীগের সবচেয়ে কম বয়সী গোলদাতা ও নিজ দেশের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারজয়ী করিকের আদুরে নাম ‘ক্রোয়েশিয়ার মেসি’।
বয়স: ১৯ পজিশন: অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব: ডিনামো জাগরেব
২. এমরে মোর (তুরস্ক): ডেনিশ জায়ান্ট এফসি নরশিয়েলানের জার্সি গায়ে পেশাদার ফুটবলে অভিষেক গত নভেম্বরে। বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন ডেনমার্কের হয়ে। তার বাবা-মা দুজনই তুর্কি। গত মাসে তুরস্ক জাতীয় দলে অভিষেক তার। সমর্থকদের কাছে তার আদুরে নাম ‘তুর্কি মেসি’।
বয়স: ১৮ পজিশন: উইংগার ক্লাব: বরুশিয়া ডর্টমুন্ড ডাক নাম: তুরস্কের মেসি
৩. লুডউইগ অগাস্টিনসন (সুইডেন): সর্বশেষ ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা উৎসব করে সুইডেন। ওই দলের ছয় খেলোয়াড়ের একজন তিনি। আসরে সুইডেনের জার্সি গায়ে প্রতিটি ম্যাচ পুরো সময় খেলতে দেখা যায় তাকে।
বয়স: ২২ পজিশন: লেফট ব্যাক ক্লাব: এফসি কোপেনহ্যাগেন
৪. আরকাদিউস মিলিক (পোল্যান্ড): ইউরোর বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওয়ানদস্কি ৪ গোল পান মিলিকের পাস থেকে। বাছাইপর্বে সর্বাধিক ৬টি অ্যাসিস্ট মিলিকের। এমন কৃতিত্ব ছিল কেবল স্লোভাকিয়ার ভ্লাদিমির ওয়াইস ও ইসরাইলের এরান জাহাভির।
বয়স: ২২ পজিশন: স্ট্রাইকার ক্লাব: আয়াক্স আমস্টারডাম
৫. দানিলো পেরেইরা (পর্তুগাল): গত বছর পর্তুগাল দলে অভিষেক তার। দলে জায়গা ছাড়েননি আর। পর্তুগিজ প্রিমিয়ার লীগে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি। এফসি পোর্তো দলে তার বাই-আউট ক্লজ রাখা হয়েছে ৪০ মিলিয়ন ইউরো।
বয়স: ২৪ পজিশন: ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লাব: এফসি পোর্তো
৬. ব্রিল এমবোলো (সুইজারল্যান্ড): গত জানুয়ারিতে জার্মান জায়ান্ট ভল্ফসবুর্গের ২৭ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেয় এমবোলোর সুইস ক্লাব এফসি বাসেল। এবারে সুইস লীগে ১৩ গোল পান চ্যাম্পিয়ন বাসেলের ক্যামেরুনিয়ান বংশোদ্ভূত এ স্ট্রাইকার।
বয়স: ১৯ পজিশন: স্ট্রাইকার ক্লাব: এফসি বাসেল
৭. মিশি বাতশুয়াই (বেলজিয়াম): এবারের ফ্রেঞ্চ লীগ ওয়ানে চতুর্থ সর্বাধিক ১৭ গোল পান অলিম্পিক মার্সেই দলের এ বেলজিক স্ট্রাইকার। কার্টুন চরিত্র স্পংবব তার পছন্দ। ঘুমাতে যাওয়ার আগে এ কার্টুন দেখেন নিয়মিত। এতে নাকি তার নৈপুণ্য বাড়ে।
বয়স: ২২ পজিশন: স্ট্রাইকার ক্লাব: মার্সেই
৮. বারটোস কাপুস্তকা (পোল্যান্ড): সর্বশেষ মৌসুম পোল্যান্ডের বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের  ‘ডিসকভারি অব দ্য ইয়ার’ পুরস্কার জেতেন কাপুস্তকা। জানুয়ারিতে তার বাড়ির সামনে লাইন ধরেন জার্মানি, ইতালির শীর্ষ ফুটবল ক্লাবের  এজেন্টরা। তবে কাপুস্তকা জানিয়ে দেন- ইউরো কাপ শেষ হওয়ার আগে কোনো কথা নয়।
বয়স: ১৯ পজিশন: অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব: কেসি ক্রাকোভিয়া
৯. রেনাতো সানচেজ (পর্তুগাল): গেল মে’তে বেনফিকা থেকে এ মিডফিল্ডারকে জার্মানিতে উড়িয়ে নেয় জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। খবরে বলা হয়, এতে বায়ার্নের ব্যয়টা ৬০ মিলিয়ন ইউরোতে ঠেকতে পারে। সানচেজে নজর ছিল ম্যানচেস্টার ইউনাইটেডেরও।
বয়স: ১৮ পজিশন: মিডফিল্ডার ক্লাব: বায়ার্ন মিউনিখ
১০. কিংসলি কোম্যান (ফ্রান্স): গত মৌসুম দুই বছরের জন্য ধারে জুভেন্টাস থেকে তাকে দলে ভেড়ায় বায়ার্ন মিউনিখ। স্থায়ী চুক্তি হতে পারে  ১৬.৩ মিলিয়ন পাউন্ডের। তার পেশাদার ক্যারিয়ারের শুরুটা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) দলে। আর কোম্যানের মধ্যে সফল স্ট্রাইকার থিয়েরি অঁরির ছবি দেখেন বোদ্ধারা।
বয়স: ১৯ পজিশন: উইংগার ক্লাব: জুভেন্টাস/বায়ার্ন
১১. ভিক্টর লিন্ডেলফ (সুইডেন): তার ঠাণ্ডা মাথা ও ধীরস্থির চরিত্রের জন্য সতীর্থদের কাছে তার আদুরে নাম ‘আইসম্যান’। তার আইডল জার্মানির ম্যাট হুমেলস। ২০১৫’র অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট সেরা একাদশের তারকা তিনি। পর্তুগালের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে জয়সূচক শটটি নেন ভিক্টরই।
বয়স: ২১ পজিশন: সেন্টার হাফ ক্লাব: বেনফিকা
১২. আলেকজান্ডার গোলোভিন (রাশিয়া): জাতীয় দলের জার্সি গায়ে শুরুর দুই ম্যাচেই গোলের কৃতিত্ব দেখান তিনি। ২০১৩ সালে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী রাশিয়া দলের অন্যতম তারকা গোলোভিনের আদুরে নাম ‘রুশ রোনালদো’। শীর্ষ ফুটবলার অ্যালান জাগুয়েভের ইনজুরিতে তরুণ গোলোভিনে চোখ রেখেছেন রুশ ফুটবল সমর্থকরা।
বয়স: ২০ পজিশন: অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব: সিএসকেএ মস্কো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com