ইতালির উত্তরাঞ্চলে একটি সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিলো। তাদের বয়স ছিল ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
জরুরী কর্মীদের উদ্ধৃতি দিয়ে ইতালির কোরেরা দেলা সেরা পত্রিকার খবরে বলা হয়, শুক্রবার রাতে উত্তরাঞ্চলের ভেরোনা এলাকায় একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে সাত জন নিহত ও কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতদের মধ্যে বাস চালক থাকতে পারে। তার পরিবারের সদস্যরাও বাসটিতে ছিলো। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৫ জনের খোঁজ পাওয়া যায়নি।