নতুন নির্বাচন কমিটি (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত ৬ সদস্যের সার্চ কমিটির চতুর্থ ও শেষ বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। আজ বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ ১০ জনের নাম চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ রাতের মধ্যেই নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে। এক প্রশ্নের জবাব আব্দুল ওয়াদুদ বলেন, রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার আগে কারো নাম প্রকাশ করা হবে না।