এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা বোর্ড দেশে বিনিয়োগ অবকাঠামোর টেকসই উন্নয়নে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিসহ পাবলিক-প্রাইভেট পাটর্নারশীপে (পিপিপি) অর্থায়নে ৫২৬ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সহায়তার মধ্যে ৫শ’ মিলিয়ন ডলার মাঝারি ও বড় আকারের পিপিপি’র অবকাঠামো প্রকল্পে অর্থায়নে এবং ২৬ মিলিয়ন ডলার ক্ষুদ্র ও মাঝারি আকারের নবায়নযোগ্য জ্বালানি ও দেশের গ্রামীণ এলাকায় জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে অর্থায়নের জন্য।
উভয় ধরনের ঋণ তৃতীয় পাবলিক-প্রাইভেট ইনফ্রাক্ট্রাচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির (পিপিআইডিএফ-৩) আওতায় দেয়া হবে।
এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইনফ্রাক্ট্রাচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিওএল) দক্ষতা আরো বৃদ্ধির জন্য ফিন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট পার্টনারশীপ ফান্ড থেকে ৫০ হাজার ডলার কারিগরী সহায়তা অনুমোদন করা হয়েছে।