আলী আকবর রুপু আর নেই

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ দেশের বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু মারা গেছেন।  বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাদ আছর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তার কর্মস্থল টিভি চ্যানেল বাংলাভিশনের কার্যালয়ে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে রুপুর আবাসস্থল বড় মগবাজারের ডাক্তারের গলিতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রায় আড়াই বছর ধরেই হৃদরোগে ভুগছেন আলী আকবর রুপু। এর আগে ২০১৫ সালে ইউনাইটেড হাসপাতালে তার হৃদযন্ত্রে স্টেন্ট পরানো হয়। তাছাড়াও দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন তিনি। গত সাত মাস ধরে তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছিল। গত ১২ ফেব্রুয়ারি ডায়ালাইসিস করার সময় তার স্ট্রোক হয়। পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হন রুপু। সেদিন অচেতন অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *