সরকার মানুষের সব সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। আজ (সোমবার) আমাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি। কিন্তু আমরা প্রতিবাদ কর্মসূচি না দিয়ে ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করবো। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত ১২ মার্চ সমাবেশের অনুমতি না পাওয়ায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এছাড়া ১৫ তারিখে চট্টগ্রামে, ৩১ তারিখে রাজশাহী, ২৪ তারিখে বরিশালে জনসভা করবে বিএনপি।