২৫ হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে

প্রিন্স,স্বদেশ নিউজ২৪ ডটকমঃ ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের ইলিয়াস মোল্লার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে বস্তির কয়েক হাজার বসতঘর পুরোপুরি পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। ক্ষতিগ্রস্থদের একজন স্বদেশ নিউজ২৪ ডটকমকে বলেন ফায়ার সার্ভিস  যথা সময় না আসাতে এত ক্ষয়-ক্ষতি হয়েছে, বস্তি বাসীরা নিজের জীবন ছাড়া কিছুই বাচাতে পারেননি। অনেকে বলেছেন এটা একটি পরিকল্পিত ঘটনা।

রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের ইলিয়াস মোল্লা বস্তির উত্তর দিক থেকে প্রথম এই আগুনের সুত্রপাত হয়। বাতাসে তা ক্রমেই দক্ষিণ দিকে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। স্থানীয়রাও আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে একপাশের কিছু ঘর ভাঙার চেষ্টা করলেও লাভ হয়নি। পুড়ে যায় কয়েক হাজার বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ,ইলিয়াস মোল্লা জানান, আগুনে কয়েকজন দগ্ধ হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর আর অন্তত ২৫ হাজার লোক বাস করেন এ বস্তিতে। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। ধোঁয়ার কারণে ভেতরের দিকে ঢুকতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্থদের সবাই এখন খোলা আকাশের নিচে, কেউ বস্তির আশে পাশের নির্মাণাধীন বাড়ির নিচে কেউবা রাস্তার এক কোনে একটু জায়গা করে বসে আছে নিজ নিজ পরিবার নিয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *