২৬ মার্চ, সম্মাননা পাচ্ছেন যারা…

২০ জন মুক্তিযোদ্ধা পরিচালককে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। তারা সকলে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সে সঙ্গে দেশ স্বাধীন করেছেন।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন দুপুর ১২ টায় এফডিসিতে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

নির্মাতা খোকন বলেন, গত মাসিক সভায় আমরা এই ২০ জন মুক্তিযোদ্ধা পরিচালককে আজীবন মাসিক চাঁদা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি তাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা শব্দটা পরিচালক সমিতির যাবতীয় খাতায় যুক্ত করা হয়েছে।

যে ২০ জন মুক্তিযোদ্ধা পরিচালক সম্মাননা পেতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, দেলোয়ার জাহান ঝন্টু, মনতাজুর রহমান আকবর, তমিজ উদ্দিন রিজভী, আহসানউল্লাহ মনি, সোহেল রানা, মোহাম্মদ মনি সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *