স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে।
দুপুর পৌনে দুইটায় তাকে বহনকারী গাড়ি কারাগারে পৌছায়।
এর আগে সকাল সাড়ে ১১টায় কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। হাসপাতালে নেয়ার পরে গাড়ি থেকে নেমে পায়ে হেটেঁই ভেতরে প্রবেশ করেন খালেদা।
খালেদা জিয়ার এক্সরে ও রক্ত পরীক্ষা করা হয়। এদিকে স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতালের কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে কিছুক্ষন তাকে রাখা হয়। পরে হাসপাতালের অন্য ভবনে নিয়ে রেডিওলজি পরীক্ষা করা হয়।
খালেদা জিয়ার অসুস্থার ব্যাপারে ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, সরকার অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে খালেদা জিয়া অসুস্থ। তার অসুস্থতার জন্য সরকারই দায়ী। কারণ তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে।
খালেদার বহনকারী গাড়িটি হাসপালের গেটে পৌঁছালে সেখানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। ফটকের বাহিরে তারা স্লোগান দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে তিন জনকে আটক করা হয়। আটকদের শাহবাগ থানায় নেয়া হয়েছে।
হাসপাতালের চারদিকে ও শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
এদিকে, খালেদার চিকিৎসার জন্য গঠন করা মেডিকেল বোর্ড তার সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা করে। এ বোর্ডের নেতৃত্বে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান। অন্যরা হলেন ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)। বোর্ডের সঙ্গে আরে ছিলেন খালেদা জিয়ার দুই ব্যক্তিগত চিকিৎসক।