বৈশাখে আকাশ-আইরিনের ”সুইটি”

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম: আইরিন এখন আকাশের ”সুইটি” । ঢাকাই ছবির আলোচিত নায়িকা আইরিন সুলতানা। ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির এই নায়িকা এবার মডেল হয়েছেন একটি মিউজিক ভিডিওতে। বৈশাখ উপলক্ষে ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটির সুর, সঙ্গীতের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কোরিওগ্রাফিতে আছেন কলকাতার শিবরাম। লাইভ টেকনোলজিসের ব্যানারে ‘সুইটি’ নামের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। আইরিন বলেন,  ‘সুইটি গানটি শুনে আমার নিজেরও ভালো লেগেছে। তাইতো আমাকে কাজটি করার প্রস্তাব দেয়ায় আর না করতে পারিনি। আর গানটির ভিডিও দারুণ হয়েছে। আমি আশা করছি দর্শক একবার দেখলে বারবার দেখতে চাইবেন।’পরিচালক অনন্য মামুন বলেন, ‘আমরা গানটিতে সিনেমার একটা আবহ দেয়ার চেষ্টা করেছি। আশা করি পুরোটাই উপভোগ্য হবে। আর গানটি আমার অনেক ভালো লেগেছে, তার পরিপ্রেক্ষিতে কাজটি করা।’লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেল আনলিমিটেডে বৃহস্পতিবার মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। পহেলা বৈশাখে গানটি দর্শক মাতাবে বলে আশা করছেন মিউজিক ভিডিওর সঙ্গে সংশ্লিষ্টরা। মিউজিক ভিডিওটির চিত্রধারণ করেছেন কলকাতার তুবান এবং পোশাক ডিজাইন করেছেন তনুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *