বিএনপির সভানেত্রী খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন- শাজাহান খান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন। এ কারণে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুস্থ লোকজনের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। অন্যদিকে মানুষ পুড়িয়ে, পিটিয়ে হত্যা করেছেন। গাড়িতে পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন। তাদের মালামাল ধ্বংস করেছেন। এ সকল মামলায় তাঁকে জামিন নিতে হবে। নয়তো তিনি জামিন পাবেন না।’

খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, আইনগতভাবে সেগুলোতে জামিন পাওয়ার পর মুক্তি পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান পল্লবী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *