হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তাজিন আহমেদ। বর্তমানে উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ অভিনেত্রী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আরেক অভিনেতা রওনক হাসান। তিনি বলেন, আমরা খবরটি মাত্রই পেয়েছি। এখন হাসপাতালের দিকে যাচ্ছি। তবে যতটুকু জেনেছি তার অবস্থা খুবই গুরুতর।এই অবস্থায় সবার কাছে দোয়া চাইছি। রওনক একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেও তাজিনের অবস্থার কথা জানিয়েছেন সবাইকে।