গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত ৭, আহত ৩০০

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় সাতজন নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এ ঘটনায় আহত ৩ শতাধিক মানুষ। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগ্নেয়গিরিটি রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখান থেকে ধোঁয়া ও কালো ছাই নির্গত হয়ে ছড়িয়ে পড়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (কনরেড) পক্ষ থেকে বলা হচ্ছে, একটি লাভা স্রোত এল রডিও গ্রামে গিয়ে পৌঁছে। এতে ঘরবাড়ি ধ্বংস হয়। মানুষ পুড়ে মারা যায়।

গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর ছাইয়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জেনারেল সেক্রেটারি সার্গেও কাবানাস এক বিবৃতিতে জানিয়েছে, ফুয়েগো আগ্নেয়গিরি থেকে নির্গত লাভায় তলিয়ে গেছে এল রোডেও গ্রামটি। এ ঘটনায় বহু মানুষ মারা গেছে। আহত হয়েছে আরও কয়েক শত মানুষ। এ ছাড়া ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট জিমি মোরালেস।

স্থানীয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৯৭৪ সালে এই আগ্নেয়গিরি থেকে সর্বশেষ লাভা নির্গত হয়েছিল।

গুয়াতেমালা সরকার বলছে, অগ্ন্যুৎপাতের এ ঘটনায় দেশটির ১৭ লাখ মানুষের ওপর প্রভাব পড়বে। আক্রান্ত এলাকাগুলোর মানুষদের মুখোশ পরে চলাচল করতে বলা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *