ইতিহাসের পাতায় জো রুটের নাম

নতুন ইতিহাস গড়লেন জো রুট। অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যান এখন জো রুট। বুধবার ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম দিনে অসামান্য এই কীর্তি গড়েন ইংলিশ অধিনায়ক।

সেজন্য নিজেদের ১০০০তম টেস্টের বিশাল মঞ্চটাকেই বেছে নিলেন রুট। লাঞ্চের পর তার ব্যক্তিগত রান যখন ৪৩ ঠিক তখনই রুটের মোট টেস্ট রানসংখ্যা দাঁড়ায় ৬০০০। সেজন্য রুটকে খেলতে হয়েছে পাঁচ বছর ২৩১ দিন। অ্যালিস্টার কুকের চেয়ে ১০৮ দিন আগেই এই কীর্তি গড়েন রুট।

ভারতের বিপক্ষে এদিন টেস্ট ক্যারিয়ারের ৪১তম অর্ধশতকও তুলে নেন ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। তবে বিরাট কোহলির হাতে রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে রুট দলকে উপহার দিয়ে যান সর্বোচ্চ ৮০ রানের মূল্যবান এক ইনিংস। তার ১৫৬ বলে ৯টি চার দ্বারা সাজানো এই ইনিংসের সৌজন্যেই ৯ উইকেটে ৮৮ ওভারে ২৮৫ রান করে প্রথম দিনের খেলা শেষ করতে সক্ষম হয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান জনি বেয়ারস্ট্রো। উদ্বোধনী ব্যাটসম্যান কিটন জেনিংসের ব্যাট থেকে আসে আরও ৪২ রান। ২৪ রান নিয়ে ব্যাট করছেন স্যাম কুরান। তার সঙ্গে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন জেমস অ্যান্ডারসন (০)।

এজবাস্টন টেস্টের প্রথম দিন শেষে ভারতের সফল বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৬০ রানের বিনিময়ে ইংল্যান্ডের মূল্যবান চার উইকেট তুলে নেন তিনি। ৬৪ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি। এ ছাড়া উমেশ যাদব ও ইশান্ত শর্মা উভয়ই প্রতিপক্ষের একটি করে উইকেট দখল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *