ইতিহাস গড়েই গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনে নেয় জুভেন্টাস। আর তাতেই যেন কপাল পুড়ে গঞ্জালো হিগুয়েনের। সিআর সেভেনকে কেনার সপ্তাহ তিন পার হতে না হতেই যে জুভেন্টাস ছাড়তে হচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে।
হ্যাঁ, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুভেন্টাস ছেড়ে ধারে এসি মিলানে যেতে রাজি হয়েছেন গঞ্জালো হিগুয়েন। লা গেজেত্তা ডেল্লো স্পোর্ট বলছে, এজন্য ১৮ মিলিয়ন ইউরো পাবে হিগুয়েনের ক্লাব জুভেন্টাস। এক বছর পর দলবদল স্থায়ী করতে চাইলে আরও ৩৬ মিলিয়ন দিতে রাজি মিলান।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল জুভেন্টাস ছাড়তে পারেন হিগুয়েন। ক্রিশ্চিয়ানো রোনালদো আসার পরই যেন বাস্তবতার মুখ দেখল তা।
কিন্তু কেন তুরিন ছাড়তে হচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে? এর কারণটাও খুব সুস্পষ্ট। ২০১৬ সালে নিজেদের ক্লাব ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে নাপোলি থেকে হিগুয়েনকে কিনে নেয় জুভেন্টাস। রোনালদোর আগ পর্যন্ত দলের সবচেয়ে দামি ফুটবলার হিগুয়েন। কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে আনায় ব্যয় বেড়ে গেছে জুভেন্টাসের। তাই ব্যয় কমাতেই হিগুয়েনকে ধারে মিলানে পাঠানোর পরিকল্পনা করেছে সিরি’এ লিগটাকে একেবারেই নিজেদের বানিয়ে ফেলা তুরিনের ‘ওল্ড লেডি’ খ্যাত জুভেন্টাস।
জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়ার পর মঙ্গলবার প্রথম অনুশীলন করেন রোনালদো। এই অনুশীলনে সিআর সেভেনের সঙ্গে সাবেক সতীর্থ হিগুয়েনকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। যা দেখে স্বস্তি পেয়েছিলেন অনেক সমর্থকই। অথচ, পুরানো সম্পর্ক নতুন করে জোড়া লাগার আগেই বিচ্ছেদ ঘটতে চলেছে।