যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন একসঙ্গে দারুণ সময় পার করেছেন দীপিকা ও রণবীর। এনডিটিভির খবরে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁরা মুম্বাই ফিরেছেন।
মুম্বাই এয়ারপোর্টে পাপারাজ্জিদের তোলা ছবিতে দীপিকা ও রণবীরকে দেখা যায় বেশ খোশ মেজাজে। তাঁদের মুখে ছিল মিষ্টি হাসি। পাশাপাশি হাত ধরে হেঁটেছিলেন তাঁরা। দুজনই পরেছিলেন আরামদায়ক পোশাক।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দীপিকা ও রণবীরের কাটানো সময়গুলোর ছবি ও ভিডিও ইন্টারনেট দুনিয়ায় এখন ভাইরাল ও আলোচিত। ঘুরে বেড়ানোর ছবির পাশাপাশি ফ্লোরিডা থেকে ইনস্টাগ্রামে দীপিকা তাঁর ছোটবেলার একটা ছবি শেয়ার করেছিলেন গত বৃহস্পতিবার। ক্যাপশনে লিখেছিলেন, ‘টমবয় তখন, এখন এবং সবসময়।’ গোলাপি পোশাকে ছোট্ট দীপিকার ছবি তাঁর ভক্তদের মন কেড়ে নিয়েছে আরো একবার। হাজার হাজার ভ্ক্ততের মাঝে ছবিটিতে কমেন্ট করেছিলেন রণবীরও।
বোঝায় যাচ্ছে, দীপিকা ও রণবীরের মনে এখন সুবাতাস বইছে। আসছে নভেম্বরে তাঁদের দুজনের বিয়ের পিঁড়িতে বসার কথা। বলিউডের এই আলোচিত জুটি বিয়ে কোথায় হবে, এই নিয়েও চলছে নানা গুঞ্জন। অনেকে বলছে তাঁদের বিয়ে হতে পারে ইতালিতে।