নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনায় মার্কিন দূতাবাসের দেওয়া বিবৃতিকে ‘শিষ্টাচার বহির্ভূত নাক গলানোর অপপ্রয়াস’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
৭ আগস্ট, মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইনু এ মন্তব্য করেন।
একই সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ মিশনের দেওয়া বিবৃতিকেও ‘অযাচিত ও অনভিপ্রেত’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান মন্ত্রী।
মার্কিন দূতাবাসের দেওয়া বিবৃতির বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘শিশুদের ওপর কোনো দমন-পীড়ন হয়নি। কোনো আক্রমণও হয়নি। ঢাকা শহরের দুই তিন জায়গায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে এবং সেগুলোকে পুলিশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। এই রকম একটা পরিস্থিতিতে মার্কিন দূতাবাস যে বক্তব্য দিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক।’
ঢাকার বাস্তব চিত্র ওই বিবৃতিতে ছিল না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই বিবৃতির মধ্য দিয়ে মার্কিন দূতাবাস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত নাক গলানোর অপপ্রয়াস করেছে। আমরা এর নিন্দা জানিয়ে বিবৃতি প্রত্যাখ্যান করছি এবং তাদেরও তা প্রত্যাহারের অনুরোধ করছি।’
জাতিসংঘ মিশনের আলাদা বিবৃতির বিষয়টি উল্লেখ করে ইনু বলেন, ‘জাতিসংঘের বাংলাদেশপ্রধানের বিবৃতি ও মার্কিন দূতাবাসের বিবৃতি নিরাপদ সড়ক আন্দোলনের কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলন সম্পর্কে সঠিক বিবৃতি নয়।
আমি সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে এই বিবৃতিকে অনভিপ্রেত মনে করি, অযাচিত মনে করি। আশা করি, তারা এই ধরনের বিবৃতি দেবেন না এবং বাংলাদেশের প্রকৃত ঘটনার ভিন্ন চিত্রায়ণ করবেন না।’
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মার্কিন দূতবাস ও জাতিসংঘের বাংলাদেশ মিশনকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী ইনু।
এর আগে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে হামলার ঘটনায় ৫ আগস্ট, রবিবার মার্কিন দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলাকে ‘ন্যায়সঙ্গত’ বলে উল্লেখ করা হয়।
একই দিনে জাতিসংঘের বাংলাদেশ মিশনের দেওয়া এক বিবৃতিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়।