‘আমার সঙ্গে বেশ কিছুটা অংশে মিল নেই’

কলকাতায় ১০ আগস্ট মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ‘ক্রিসক্রস’ ছবিটি। বিরসা দাশগুপ্ত এটি নির্মাণ করেছেন। এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার চরিত্রের নাম মিস সেন। ছবিটির প্রচারের কাজে কলকাতায় এখন ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

কলকাতার প্রথমসারির এক দৈনিকের সঙ্গে আলাপকালে ‘ক্রিসক্রস’-এর মিস সেন নিয়ে জয়া বলেছেন, ‘এক কথায় স্টাবার্ন, ইন্ডিপেন্ডেন্ট, বোল্ড, ভয়েজ রেজ করে কথা বলে। আমার সঙ্গে বেশ কিছুটা অংশে মিল নেই। আর হ্যাঁ আসলে আমার স্টাইলটা অন্যরকম। আর মিস সেনকে অন্যভাবে প্রজেন্ট করেছি। তবে যতটা স্ক্রিপ্ট শুনেছিলাম এই ছবিতে সব চরিত্রের ভেতর এটাই আমার সবচেয়ে ভাল লেগেছে। এমন চরিত্র আগে করিনি। অনেক গ্রে শেডস আছে। রাগ, ঘৃণা সবই এক্সট্রিম।’

বিরসা দাশগুপ্তের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করেছেন জয়া। এ বিষয়ে জয়া বলেন, ‘বিরসা খুব সর্টেড। ও জানে ও কী চায়। খুব অল্প সময়ে কাজ তুলে নেয়। ওর টিমও খুব ভালো। সব ইয়ংরা কাজ করছে। নতুনদের সঙ্গে কাজ করার আলাদা এনথু থাকে।’

‘ক্রিসক্রস’-এর ট্রেলারে জয়াকে যে কস্টিউমে দেখা যাচ্ছে, তেমনভাবে এর আগে কখনো তাকে দেখা যায়নি। জয়ার ভাষ্য,‘এটাই রিয়েল জয়ার কস্টিউম। আসলে কী হয়েছে, আমাদের কস্টিউম করেছে জয়ন্তী, খুব ভালো কাজ করেছে। কিন্তু আমার এত তাড়াহুড়ো ছিল। তখন আমার ওয়ার্ড্রোবের সঙ্গে কিছু মিলে গেল। ও অ্যাপ্রুভ করল। আমিও পরে নিলাম। ওগুলোই আসলে আমি।’

ভারতীয় সংবাদমাধ্যম থেকে ছবিটির বিষয়ে জানা গেছে, ‘ক্রিসক্রস’ ছবি পাঁচজন নারীর লড়াকু জীবনের গল্প নিয়ে। এই পাঁচটি চরিত্রের নাম ইরা, সুজি, মিস সেন, রূপা আর মেহের৷ পাঁচজনের আলাদা আলাদা জীবন৷

কিন্তু কোথায় যেন তাদের প্রত্যেকের চমৎকার একটা মিল রয়েছে। তারা লড়াই করছে সমাজে টিকে থাকার জন্য। নিজের অবস্থান তৈরির পাশাপাশি অধিকার আদায়ের জেদ তাদের মনে।

জয়া আহসান ছাড়া ছবিটির অন্যান্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন- কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী ও সোহিনি সরকার, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ। ছবিটি সিভিএফ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *