রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর করতে আজ (শুক্রবার) ফার্মগেট ও আশপাশ এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তফা আরটিভি অনলাইনকে জানান, গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য ১০ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত (১১ ঘণ্টা) ইন্দিরা রোড, রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, ল্যাবরেটরি রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড ও আশপাশ এলাকায় সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।