স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থানের ঘোষণা সাংবাদিকদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার হয়নি

পেশাগত দায়িত্ব পালনকালে ধানমন্ডির ঝিগাতলা ও সায়েন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করার কোনো তথ্যও দিতে পারেনি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলাকারীদের গ্রেপ্তারে সাংবাদিকদের দেয়া আলটিমেটাম শেষ হয়েছে। গতকাল প্রতিবাদী মানববন্ধন থেকে আগামী ১৬ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী ১৫ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।সংগঠনের সভাপতি মোল্লা জালাল এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকরা আহত হয়েছেন। এরপর সাংবাদিকরা ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, সাংবাদিকরা কোনো দল করে না, তারা কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট না। তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন বলে তাদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রেরই দায়িত্ব। সংগঠনের মহাসচিব শাবান মাহমুদ বলেন, যারা সাংবাদিকদের ওপর নগ্ন হামলা করে নিজেকে আড়াল করছেন তাদের গ্রেপ্তার না করা একটা পরিহাস। এজন্য তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করে যেতে বাধ্য হবে। সমাবেশে বিএফইউজে সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। ঢাকা সাব এডিটরস কাউন্সিলও সমাবেশে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *