পূজা উৎসবে ‘আসমানী’

বাপ্পি চৌধুরী ও নবাগত মুখ সুস্মি রহমান একসঙ্গে প্রথম ‘আসমানী’ নামের ভিন্ন গল্পের একটি ছবি নিয়ে দর্শকের সামনে আসছেন। চলতি বছর ১২ই জুলাই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। এটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বলে জানান পরিচালক এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্গা পূজা উপলক্ষে ১২ই অক্টোবর ‘আসমানী’ মুক্তি পাবে। এখানে দর্শক গল্পের মধ্যে একটি গল্প দেখতে পাবেন। কাহিনীতে দেখা যাবে, একজন পরিচালক ‘আসমানী’ নামে একটি ছবি নির্মাণের জন্য একটি ছেলে ও মেয়েকে খুঁজতে থাকে।তারপর রাস্তার পাশে পড়ে থাকা অবহেলিত একটি মেয়ে এবং রিকশাচালক একটি ছেলেকে তিনি এ ছবির জন্য নির্বাচন করেন। তাদের গ্রুমিং করাতে থাকেন। পরে জানা যায়, এই ছেলেমেয়ে দুজন দুজনের পূর্ব পরিচিত। তারা অনেকদিন ধরেই একে অপরকে খুঁজে বেড়াচ্ছে। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। ছবিতে বাপ্পি এবং সুস্মি ছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, সিরাজ হায়দার, শম্পা রেজা, অরুণা বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *