ফাঁস করলেন কারিনা

সম্প্রতি গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। তিনি নাকি আরেক অভিনেত্রী বিপাশা বসুকে থাপ্পড় মেরেছিলেন। বিষয়টি অবাক করার মতো হলেও কারিনা জানিয়েছেন এমনটাই। ঘটনাটি ঘটে ‘আজনবি’ সিনেমার সেটে। কাপুর খানদানের সদস্য হিসেবে কারিনা কাপুর বরাবরই বেশি নম্বর পেয়ে এসেছেন। সে দিদি কারিশমা কাপুরের সঙ্গে তার তুলনার ক্ষেত্রে হোক কিংবা ভাই রণবীর কাপুরের ক্ষেত্রে।কারিনা কিন্তু সব সময়ই সবাইকে এক গোল করে বেশি দিয়েছেন। অভিনয় হোক কিংবা নাচ, সবকিছুতেই কারিনা কাপুর এগিয়ে রয়েছেন। ক্যারিয়ারের উঠতি সময়ে পরিচালক আব্বাস মস্তানের ‘আজনবি’-র শুটিং শুরু করেন কারিনা। সেই সময় অক্ষয় কুমার এবং ববি দেওলের সঙ্গে কারিনা এবং বিপাশাকেও কাস্ট করেন পরিচালক। কিন্তু, সিনেমা মুক্তির আগে থেকেই বিপাশা ‘হট’ ফটোশুট পেজ থ্রির-র পাতায় উঠে আসে। সেই সঙ্গে বিপাশার একাধিক ছবিও উঠে আসে সংবাদ মাধ্যমের পাতায়। ‘আজনবি’-র শুটিংয়ের সময় বিপাশার ফটোশুট দেখে কারিনার কথা অনেকে ভুলতে শুরু করেন। যা একেবারেই না-পছন্দ ছিল বেবোর। ফলে, সুযোগ পেলেই বিপাশাকে খোঁচা দিতে শুরু করেন কারিনা। ফলে এক সময় শুটিং সেটেই কারিনাকে অপমান করতে শুরু করেন বিপাশা। অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিপাশাকে কষিয়ে চড় মারেন কারিনা। আর এ ঘটনাটি মজায় মজায় নিজেই সবার সঙ্গে সম্প্রতি শেয়ার করলেন কারিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *