গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

টানা দুই ম্যাচ হেরে পাকিস্তান বিদায় নেয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ ও নেপালের। গতকাল সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা। ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে তহুরা খাতুনের গোলে ১-০তে এগিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে নেপালের জালে বল পাঠান ইনফর্ম স্ট্রাইকার তহুরা। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মারিয়া মান্ডা। ৬৭ মিনিটে গোলের খাতায় নাম লেখান সাজেদা খাতুন।তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচ থেকেই ছিটকে যায় নেপাল। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয়োৎসবে মাতে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গোল পাননি আগের ম্যাচে একাই চার গোল করা শামসুন্নাহার। পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবলে নেপালের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে রাখে মারিয়া মান্ডার দল। গোলের প্রচেষ্টায় প্রতিপক্ষ বারপোস্টে মোট ২৩টি শট নেয় বাংলাদেশ। এর মধ্যে অনটার্গেটে থাকে ১১টি শট। বিপরীতে ৯০ মিনিটে বাংলাদেশের পোস্টে মাত্র ৪টি শট নেয় নেপাল। এর দুইটি ছিল সরাসরি গোলমুখে। ‘বি’-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। নেপালের কাছে ৪-০ গোলে হারে পাকিস্তান।
দ্বিতীয় আসরেও বাংলাদেশ-ভারত ফাইনাল হওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। গত বছর চার দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের প্রথম আসরের ফাইনালে প্রতিবেশী দেশ ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে লাল-সবুজ জার্সিধারীরা। এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। ফাইনালে ওঠার লক্ষ্যে নেপালকে মোকাবিলা করবে ভারত। ‘এ’ গ্রুপ থেকেও ভারত ও ভুটান এক ম্যাচ হাতে রেখে শেষ চারে পা রাখে। গতকাল শীর্ষস্থান নিশ্চিতের ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় ভারত। টানা দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ নারী দল। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১২-০ গোলে ধরাশায়ী হওয়ার পর ভুটানের বিপক্ষে ৬-০ গোলের লজ্জায় ডোবে লঙ্কানরা। থিম্পুতে আগামী ১৬ই আগস্ট সেমিফাইনাল ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ই আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *