রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পার্শ্ববর্তী দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন দুইজন। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আর একজনের মৃত্যু হয়।
বুধবার সকাল ১১টার দিকে মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
ঘটনাস্থলে সবুজ ও ইসমাইল নিহত হন। তাদের বাড়ি নগরীর ম্যাচ ফ্যাক্টরির মোড়ে। আর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অনিকা (১২) নামে অপর একজন স্কুলছাত্রীর মৃত্যু হয়। সে নগরীর নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তামের মেয়ে এবং শাহমখদুম স্কুলের ছাত্রী।
এদিকে ঘটনার পর রাজশাহীর আম চত্বর এলাকায় বিক্ষোভ করছে স্থানীয় বিক্ষুব্দ জনতা। ঘটনার পর রাজশাহী-নওগাঁ রোডে প্রায় ১ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
জানা যায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে অ্যারো বেঙ্গল নামে একটি বাস নওদাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামের ওষুধের দোকানে মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর বাসটি আটক হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।