মধ্যরাতে প্রিয়াঙ্কার সঙ্গে জয়ার আড্ডা

ভারতীয় বাংলা সিনেমায় এখন তুমুল জনপ্রিয় নায়িকা বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ক্রিসক্রস’। এই ছবিটিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন কলকাতা চার অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার।

ব্যক্তি জীবনেও প্রিয়াঙ্কার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে জয়ার। সম্প্রতি কলকাতায় জয়া ও প্রিয়াঙ্কাকে দেখা গেলো একসঙ্গে আইসক্রিম খেতে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, গতকাল মধ্যরাতে দক্ষিণ কলকাতার একটি শপিং মলে চুটিয়ে আড্ডা দেন জয়া-প্রিয়াঙ্কা।

নতুন সিনেমার ডাবিংয়ের জন্যই এখন কলকাতায় আছেন জয়া। আর কিছুদিন আগেই ‘ক্রিসক্রস’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। এবার যেন কিছুটা প্রাণখুলে আড্ডা, ঘুরে বেড়ানো।

এদিকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে এই দুই নায়িকাকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে তাদের সঙ্গে ছবিও তুলেন অনেকেই। ভারতের স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠানে অংশ নেয়ার নিমন্ত্রণও পেয়েছেন এই দুই নায়িকা।

কলকাতার পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু ছবিতে অভিনয় করছেন জয়া। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহমুদ দিদার পরিচালিত বিউটি ‘সার্কাস’, অনম বিশ্বাসের ‘দেবী’র মতো চলচ্চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *